নিজস্ব প্রতিনিধি
ফেনীতে নাশকতার অভিযোগে ছাত্রদলের নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৪ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার জাকির হাসান সংবাদ সম্মেলনে আয়োজন করে।সাংবাদিক সম্মেলণে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন,সকালে ১২/১৩ জন দুটি অটোরিকশায় আগুন দিয়ে এবং আমাকে আঘাত করে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার পর স্থানীয়রা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দুটি অটোরিকশার অনেকটাই পুড়ে যায়।এছাড়া এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শহীদুল্লা কায়সার সড়ক ও শহরের ইসলামপুর সড়কে অন্তত ২০টি গাড়ি পিকেটাররা ভাঙচুর করে এর মধ্যে পণ্যবাহী ট্রাক,পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা রয়েছে। ঘটনার পর পুরো ইসলাম সড়কে লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ এক ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করেছে। জব্দ করা হয় একটি মোটরসাইকেলসহ নাশকতার বেশ কিছু উপকরণ।আটকরা হলেন- ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি ও মেঘনা ব্যাংক ঢাকা গুলশান শাখার ক্রেডিট লোন অফিসার মো. ইকবাল হোসেন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালমান পারসি।পুলিশ সুপার আরো বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার চাড়িপুর এলাকা থেকে নাশকতার সময় ইকবালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ একটি টায়ারের চাকা ও বেশ কিছু লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়।ইকবাল গত ৩০ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে ‘নাশকতার কাজ সম্পন্ন করে’ পরদিন তার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল বলে জানান পুলিশ সুপার জাকির।এদিকে গ্রেপ্তার সালমান পারসি শহরের ইসলামপুর সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।এসময়ে পুলিশের কর্মকর্তা সহ সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
Leave a Reply