শহর প্রতিনিধি
ফেনীতে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প ও জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত।গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক মো:মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ -উল হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সহযোগী হিসেবে ফেনীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা কাজ করছে।জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে ইপসা বেশ কিছু কার্যক্রম এ জেলায় ইতোমধ্েয সম্পন্ন করেছেন।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়নে ইপসার কার্যক্রম সত্িযই প্রশংসা পাওয়ার যোগ্য।তিনি আরো বলেন জাতীয় কর্মপরিকল্পনার আলোকে ফেনী জেলার জন্য বাল্যবিবাহ নিরোধ পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন এ মাসে সম্পন্ন করা হবে। এসময় প্রকল্প ও জেলা কমিটির কাজের বার্ষিক অগ্রগতি উপস্থাপন করেন ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞা।এসময় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply