মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
এইমাত্র পাওয়া সংবাদ :
ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে জালভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার ও পোলিং কর্মকর্তা সহ আটক ১৪ জন । ফেনীর সোনাগাজীতে সিল মারা ব্যালট সহ ছবি তুলে সামাজিক মাধ্যমে দেয়া ইয়াকুব আলী আটক । । ফেনীর ফুলগাজীতে ভারতীয় উজানের ঢলে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি । । বাংলাদেশের ঘূর্ণিঝড় রেমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেছে ফ্রান্স । । দিল্লিতে তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি রেকর্ড হওয়ায় ভারতে 'তাপপ্রবাহ সতর্কতা' জারি । ।
ব্রেকিং নিউজ :
দৈনিক আমার দেশ’র পুনঃপ্রকাশ উপলক্ষে ফেনীতে বিশিষ্টজনদের অংশগ্রহণে মতবিনিময় ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ শিল্প মালিকদের সংবাদ সম্মেলন অতি উৎসাহি পুলিশ সদস্য দিয়ে সকলকে মূল্যায়ন করা যাবে না-ছাগলনাইয়ায় ডিআইজি “রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক করণীয়” ফেনীতে সীমান্ত এলাকায় অভিযানে পৌনে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ফেনীতে জামায়াতের আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী টেলিটকের ‘জেন-জি’ সিম বিক্রির নতুন সিদ্ধান্ত স্টার লাইন বাস কাউন্টারের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে ম্যানেজার গ্রেফতার বন্যা প্রতিকারে এবি পার্টি ফেনী জেলার মানববন্ধন অনুষ্ঠিত ও ৮ দফা দাবি পেশ

ফেনীতে মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩টি আসনে মোট প্রার্থী ৩৮,মনোনয়ন বৈধ ২১,বাতিল ১৭

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার
ফেনীর তিনটি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ২১ প্রার্থী র মনোনয়নপত্র বৈধ ও ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।ফেনী-১ আসনে (পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ,৮ জনের বাতিল করা হয়েছে।বৈধকৃত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলা উদ্দিন আহমেদ চৌধুরী,জাসদ মনোনীত প্রার্থী শিরিন আখতার,জাকের পার্টি মনোনীত প্রার্থী রহিম উল্যাহ ভূইয়া,বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট মনোনীত প্রার্থী কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজাহান সাজু।বাতিলকৃত ৮ প্রার্থী হলেন- জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল পাটোয়ারী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আনোয়ার কামরান মোর্শেদ, স্বতন্ত্র মো. আলমগীর আলম,আবদুর রউফ,মিজানুল হক,তাজুল ইসলাম মজুমদার,মো.ফখরুল ইসলাম মজুমদার, আবুল হাশেম।ফেনী-২ আসনে (সদর) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল।বৈধ ৮ জন হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপি আমজাদ হোসেন সবুজ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. নুরুল ইসলাম ভূইয়া, জাকের পার্টি নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন, খেলাফত আন্দোলন আবুল হোসেন।বাতিল ২ জন হলেন- বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ,স্বতন্ত্র আনোয়ারুল করিম ফারুক।ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ,৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।বৈধ ৭ জন হলেন- জাতীয় পার্টির লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের মো. আবুল বাশার, বাংলাদেশ সুপ্রিম পার্টি তবারক হোসেন, জাকের পার্টি আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. আবু নাসির, স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিজাম উদ্দিন।বাতিল ৭ জন হলেন- স্বতন্ত্র ইশতিয়াক আহমেদ সৈকত, স্বতন্ত্র আবদুল কাশেম আজাদ, স্বতন্ত্র আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার), সাংস্কৃতিক মুক্তি জোট জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র জেড এম কামরুল আনাম, স্বতন্ত্র পারভীন আক্তার, তৃণমূল বিএনপি আজিম উদ্দিন আহমেদ।ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।ফেনী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর কিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ এবং ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ সমূহ
© সর্বস্বত্ব সংরক্ষিত- 2024 এ ওয়েব সাইটে প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Design & Development By Hostitbd.Com