নিজস্ব প্রতিনিধি
ফেনী পৌর এলাকার ৫ নং ওয়ার্ড হাজী আফজালুর রহমান সড়কের পাশ্ব সড়কে ৬৩ লাখ টাকা ব্যয়ে ড্রেন ও সড়কের নির্মান কাজের উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।সোমবার(৬ নভেম্বর) ড্রেন ও সড়কের নির্মান কাজের উদ্বোধনের সময় মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্থানীয় এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন,আমরা দল বা দলীয় লোক দেখে উন্নয়ন করিনি,রাস্তা করার প্রয়োজন রাস্তা করেছি ড্রেন করার প্রয়োজন করে দিয়েছি।নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় উন্নয়ন অব্যাহত রেখেছি।ফেনী ২ আসনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে এমপি নিজাম উদ্দিন হাজারী’র বিকল্প অন্য কেউ নেই।একটা কাজ করতে হলে এলাকায় উন্নয়ন করতে হলে উপরে একজন অভিভাবক থাকা লাগে ফেনী বাসির সেই অভিভাবক জননেতা নিজাম উদ্দিন হাজারী। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই আমি আমার জন্য আপনাদের এখানে আসিনি দয়া করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নিজাম উদ্দিন হাজারী কে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন।নিজাম উদ্দিন হাজারিকে ভোট দিলে উন্ননয় অব্যাহত থাকবে।অন্যথায় বিএনপি জামায়াতের আমলে আপনারা যেমন অবহেলিত ছিলেন সেভাবেই পড়ে থাকবেন।এখানে আগেও একজন এমপি ছিলেন তিনি চাইলে এই এলাকায় অনেক উন্নয়ন করতে পারতেন কিন্তু করেনি।সুতরাং আপনারা ভালো-মন্দ বিবেচনা করে আপনাদের রায় দিবেন।স্থানীয় এলাকাবাসীরা পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন, স্হানীয়রা দীর্ঘদিনের গ্যাস সংকটের বিষয়টি মেয়রকে জানালে মেয়র তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসীদেরকে গ্যাসের সমস্যা দূর করার আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জয়নাল আবেদিন হাজারী লিটন,ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম রানা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
Leave a Reply