স্টাফ রিপোর্টার
ফেনী-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ফেনী সদর উপজেলায় কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ জানুয়ারী) ফেনী জেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভায় সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেনী ২ আসনের নৌকার মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।তিনি তার বক্তব্যে বলেন,আপনারা সকলেই মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে কাজ করেন।এনজিওদের সার্বিক সহযোগিতায় এই দেশ এগিয়ে যাচ্ছে।ভোটে কী হবে তা পরের কথা।তবে এনজিওদের সাথে এই মতবিনিময় সভায় উপস্থিত হয়ে আমি ধন্য।আজকে আওয়ামী লীগ ভালো কাজ করছে বলেই,জনগণ আওয়ামী লীগের পাশে রয়েছে।ফেনীতে সুন্দর পরিবেশ বজায় থাকায় উন্নয়ন হচ্ছে এবং সব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সুন্দরভাবে করতে পারছে।ভোটারদের কেন্দ্রমুখি করতে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের বার্তাটি পৌঁছে দেবেন। ভোটাররা কেন্দ্রে গিয়ে যে প্রার্থীকে ভালো লাগে সেই প্রার্থীর মার্কায় ভোট দেবে। নৌকায় ভোট দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। শুসেন চন্দ্র শীল বলেন,সরকারের পাশাপাশি দেশে বিভিন্ন এনজিও কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার কারনে প্রান্তিক পর্যায়ে অনেক পরিবর্তন এসেছে।স্বাস্থ্য সচেতনতা ও স্যানিটেশান ব্যবস্থাসহ তারা সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তাদের কথা সাধারণ মানুষ অত্যন্ত বিশ্বাস করে।এবারের নির্বাচনে জাতীয় দাবি হিসেবে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি।সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর আলম শাহীন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, ফেনী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, আরবান ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমান প্রমূখ।উক্ত মতবিনিময় সভায় ফেনী জেলার ৩৮ টি এনজিও প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক এনজিও কর্মকর্তা ও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় মতবিনিময় সভায় এনজিও সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।তারা তাদের বক্তব্য বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রমুখি করতে আমরা মাঠ পর্যায়ে সর্বোচ্চ কাজ করবো।
Leave a Reply