সংবাদ বিজ্ঞপ্তি
ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র (এফএসএফডি) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টে শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যদের গেট-টুগেদার উদযাপন।অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো এফএসএফডি সঙ্গে ফরাজী হাসপাতালের মধ্যে করপোরেট চুক্তি।এফএসএফডি’র কল্যাণ তহবিল গঠন।কমন গিফট। প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক ‘ফেনীর গৌরব’-এর উদ্বোধন ও র্য্যাফেল ড্র।এফএসএফডি’র সভাপতি ও তানভীর আলাদিনের (বাসস) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভুঁইয়ার (নয়াদিগন্ত) সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সাবেক সভাপতি ও সংবাদের বার্তা সম্পাদক কাজি রফিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ(বাসস) ও মীর মোসতাফিজ আহমদ (ইত্তেফাক)।এছাড়া, এফএসএফডি’র সাবেক সভাপতি এম. আবদুল্লাহ,সাবেক সহ-সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের ব্যাবস্থাপনা কমিটির যুগ্ম-সম্পাদক আইয়ুব ভুঁইয়া (বাসস), ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম মোক্তার হোসেন, দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক রানা, সমকালের প্রধান প্রতিবেদক ও এফএসএফডি’র সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, আওয়ামী লীগ নেতা খন্দোকার তারেক রায়হান, দি ইকোনমিক এক্সপ্রেস সম্পাদক আমির হোসেন জনি, রাইজিং বিডি’র প্রধান প্রতিবেদক হাসান মাহমুদ, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি সাজেদা সুইটি, ডিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, মুক্তমনের জিয়াউল হক মিজান, এফএসএফডি’র যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর ইকবাল,কথাসাহিত্যিক ইমন চৌধুরী (যুগান্তর), ফরাজী হাসপাতালের করপোরেট এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মোজাম্মেল হক, জামাল উদ্দিন (ঢাকা ট্রিবিউন), রাইজিং বিডির বিজনেস এডিটর সাজ্জাদ হোসেন চিশতী, একুশে টিভির আউয়াল চৌধুরী, বাসসের মাহমুদুল হাসান রাজু ও আবদুর রহিম, বাংলাভিশনের আহাম্মেদ সরোয়ার হোসেন ভুঁঞা, নবচেতনার আল মাহমুদ-মীম, মানবকন্ঠের ছলিম উল্লাহ মেছবাহ্, বাংলাদেশ প্রতিদিনের নাবিল নিজাম। নির্বাহী সদস্য হোসাইন তারেক, বেলাল উদ্দিন সেতু। সদস্য-সালমা আফরোজ, সৈয়দ সাখাওয়াত মিশু, নাসরিন আকতার, আহসান জুবায়ের (ইত্তেফাক), আবু লাইছ ত্বোহা( আজকের পত্রিকা), রাহুল শর্মা ও হারুনুর রশিদ (আজকের পত্রিকা), মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, জহিরুল ইসলাম পাটোয়ারী, আবুল মনসুর আহমেদ ও জামাল উদ্দিন আহমেদসহ শতাধিক সহকর্মী সাংবাদিক।ফরাজী হাসপাতালের করপোরেট চুক্তিতে হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এমডি ডাক্তার মো.মোকতার হোসেন এবং এফএসএফডি’র পক্ষে সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভুঁইয়া। চুক্তির স্বাক্ষী ছিলেন এফএসএফডি’র সভাপতি তানভীর আলাদিন ও সাংগঠনিক সম্পাদক আউয়াল চৌধুরী।
Leave a Reply