নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসনে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল।
ওবিবার(২৪ ডিসেম্বর) বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এসময় শাহরিয়ার ইকবাল রিয়াদ তার নির্বাচনী প্রচারণায় একটি উঠান বৈঠকে ভোটারদের নাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে টাকা দেন। উক্ত উঠান বৈঠকে ফেনী -১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল রিয়াদ বসে থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভোটারদের হাতে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নগদ টাকা তুলে দেন।এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝে তিনি নগদ টাকা বিতরণ করেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোন প্রার্থী যদি টাকা দিয়ে ভোটারদের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করে নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য একটি অপরাধ। প্রার্থীর প্রার্থিতা ও বাতিল হতে পারে এই অপরাধের দায়ে।এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ভুল হয়ে গেছে এই ধরনের ভুল আর হবেনা। এরপর তিনি ফোনের লাইনটি কেটে দেন
Leave a Reply