২২জুন শনিবার জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে ফেনী শহর ও বাংলাদেশে বিভিন্ন মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীরা ভক্তি ভরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সম্পূর্ণ করেন পারস্পরিক মঙ্গল কামনার মাধ্যমে। স্নানযাত্রা রথযাত্রা প্রথম অংশ।শাস্ত্র মতে,। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ তিথিতে তাই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুর,জগন্নাথ দেবের এই আবিভূত তিথিকে কেন্দ্র করে মহাস্নান যাএা অনুষ্ঠিত হয়, পরে জগন্নাথ দেবে জ্বর আসে।তা সারাতে ১৪দিন লাগে এবং নব যৌবনে দর্পনে হয় রথের দিনে মহাস্নানযাএা ১৫দিন পর মহারথযাএা পালিত হয়।ফেনী জগ্ননাথ মন্দির, কালীমন্দির, গুরুচক্র মন্দির সহ বিভিন্ন মন্দিরে প্রভাত থেকে কীর্তন,নামযজ্ঞ, অভিষেক , বিভিন্ন জেলার ভক্তদের মহাপূর্ণ্য মিলেন মেলা উৎসব আরো মুখরিত হয়ে ওঠে অবশেষে মহাপ্রসাদ বিতরণ মাধ্যমে হয় মহা উৎসব সমাপ্তি হয়।
Leave a Reply