ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ায় গরীব কৃষকের ধান কেটেদিলো উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।গতকাল রবিবার সকালে পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঁশপাড়া স্বপ্ন দীঘি সংলগ্ন মাঠে চিত্ত রঞ্জন সূত্রধর গরিব কৃষকের আশি শতক জমির ইরি ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্র লীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেনর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম, সভাপতি বাপ্পি, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক, ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহমিদুল হাসান রিমু সহ প্রায় পঞ্চাশ জন ছাত্রলীগ নেতাকর্মী এই ধানকাটায় অংশগ্রহণ করেন। উপজেলা ছাত্র লীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম জানান আমি শুধু আমার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার নেতাকর্মীদের সাথে মুঠোফোনে আলাফ করার সাথে সাথে তারা একত্রিত হয়ে ধান কাটা অংশগ্রহণ করে। এজন্য তিনি সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান। গরিব কৃষক চিত্তরঞ্জন সূত্রধর বলেন আমি অসহায় কৃষক বর্তমান বাজারে দিনমুজুরের দাম ৭০০ থেকে ৮০০ শত টাকা এমতাবস্থায় ছাত্র লীগের নেতাকর্মীরা আমার জমির ধানকেটে দিয়ে যে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করবোনা। তবে আশীর্বাদ করি তারা যেন অনেক বড় হয়।
Seen by Rezwan Khan at 19:23
Leave a Reply